ব্লগার দের জন্য টিপ বা থিম পর্ব- ৫

আরেকটি টিপ বা থিম

আসসালামুয়ালাইকুম । কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি । আজকে আমি আপনাদের কে ব্লগার এর আরেকটি টিপ দিব । আজকে এর সম্পর্কে অনেকে জানেন তবে যারা জানেন না এটা তাদের জন্য। আমরা সবাই জানি ব্লগার এ একটা বড় সমস্যা হল এটার মধ্যে কার্সর change করার অপশন নাই । এর জন্য যদি আপনি গুগল এ খুজেন অনেক ওয়েবসাইট পাবেন তবে এরা কত কিছু এডিট করতে বলে আর কি বলব তাই আজকে আমি আপনাদের একটি সহজ উপায়ে এটা করা শিখাব। প্রথমে আপনি এই ওয়েবসাইট এ যানঃhttp://www.blogger.com/add-widget
আর আপনার ব্লগার এ সাইন ইন করুন । এরপর এরকম একটা ছবি দেখতে পাবেনঃ

আপনার ব্লগ সিলেক্ট করুন এবং title এ একবার স্পেস চাপ দিন। এবার আপনি edit content দিন। নিচের মত একটা ছবি আশবেঃ


এবার খালি জাগায় নিচের কোড টি দিনঃ
<link href="http://24work.ucoz.com/24work-blogspot/mouse-cursor/cursor/24work.blogspot.com-cursors-animated-cursors-335.css" rel="stylesheet" type="text/css" /><a href="http://24work.blogspot.com/" target="_blank" title="Blogger Templates"><img src="http://24work.ucoz.com/24work-blogspot/www.24work.blogspot.com.png" alt="Blogger Templates" border="0" style="position:absolute; top: 0px; right: 0px;" /></a>
এবার add widget এ ক্লিক করুন। 
হয়ে গেছে এবার আপনার ব্লগ এর কার্সর টি দেখুন। 

1 comment:

কম্পিউটার পেরফরমান্স