উইন্ডোজ ৮ নিয়ে কিছু আলোচনা




আসসালামু আলাইকুম, সবাইকে আবারও পিসি হেল্পলাইনে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে।
সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনের শেষ পোষ্ট অলংকরনের কাজ। আশা করি সবাই ভাল আছেন। আমরা সবাই বেশিভাগ উইন্ডোজ অপারেটিং সিস্টেম উস করি । আর আমরা সবাই জানি উইন্ডোজ এর লেতেসট ভার্সন উইন্ডোজ ৮ বাজারে আসতেছে । তবে সবসময় এর মত এবার ও মাইক্রোসফট উইন্ডোজ ৮ এর একটি কন্সুমার প্রিভিউ বাজারে ছেড়েছে । এটি ইন্সটল করলে আপনি বুজতে পারবেন উইন্ডোজ ৮ কেমন হবে । বলা হচ্ছে উইন্ডোজ ৮ এন্তেরপ্রাইস এডিশন নাকি সেপ্টেম্বর এর ১ তারিখে বের হবে । আমরা সবসময় কোন নতুন উইন্ডোজ আসলে শুধু বলি কিভাবে ইন্সটল করব তবে উইন্ডোজ ৮ কিন্তু একদম উইন্ডোজ ৭ এর মত ইন্সটল করতে হয় তবে ইন্সটল করার আগে আপনাকে আপনার মদেম বা ব্রডব্যান্ড লাইন কম্পিউটার এ লাগাতে হবে কারন সব ইন্সটল হয়ার পর আপনাকে মাইক্রোসফট এ একটা নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে(পুরান অ্যাকাউন্ট চলবে না ।) উইন্ডোজ ৮ সবচেয়ে ভাল চলবে ল্যাপটপ এ কারন আমরা যারা ল্যাপটপ উস করি তারা জখনি উইন্ডোজ নতুন সেটআপ দি তারপর ড্রাইভারস ইন্সটল করতে হই তবে উইন্ডোজ ৮ এ এই জিনিশ টি লাগবে না এখানে আগে থেকে সব ড্রাইভার দাওয়া থাকবে যেমন ওয়েবক্যাম ড্রাইভার,ওয়িফি ড্রাইভার । আমরা নতুন উইন্ডোজ সেটআপ দিলে অফিস , অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ার ও অ্যাডোব রিডার সেটআপ করি তবে উইন্ডোজ ৮ এ আগে থেকে অ্যাডোব ফ্ল্যাশ অফিস , অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ার ও অ্যাডোব রিডার এর মাইক্রোসফট ভার্সন আছে । উইন্ডোজ ৮ এ আপনাদের কোন এন্তি ভাইরাস কিনতে হবে না কারন উইন্ডোজ firewall এ এবার এন্তি ভাইরাস যোগ করা হয়েছে। এখন কন্সুমার প্রিভিউ তে অন্ন কোন এন্তি ভাইরাস সাপোর্ট দেই না তবে পরের ভার্সন গুল তে সাপোর্ট দিবে । উইন্ডোজ ৮ এ উইন্ডোজ ৭ এ যা চলত তা সব চলবে । আমাদের উইন্ডোজ ৮ নিয়ে একটা ভুল ধারনা আছে শেতা হল উইন্ডোজ ৮ চালানো অনেক কথিন তবে আশলে এটা একদম উইন্ডোজ ৭ এর মত । আমরা উইন্ডোজ এর জেই ছবি টি আশলে দেখেছি সেটা হল উইন্ডোজ ৮ এর স্টার্ট মেনু নাহলে একদম উইন্ডোজ ৭ এর মত । আপনি যদি উইন্ডোজ ৮ কন্সুমার প্রিভিউ ডাউনলোড করতে চান তাহলে এই লিঙ্ক থেকে ডাউনলোড করুনঃ http://windows.microsoft.com/en-US/windows-8/download

No comments:

Post a Comment

কম্পিউটার পেরফরমান্স