কিভাবে পার্মানেন্ট ডিলেট করা ফাইল ফিরে পাবেন (আরেকটি সফটওয়্যার)


আমরা ভুলবশত অনেক সময় প্রয়োজনীয় ফাইল মুছে ফেলি কম্পিউটার। আর সেই পরিস্থিতি থেকে বাচার জন্য আপনাদের কাছে আজ শেয়ার করব একটি সফটওয়্যার। অনেকেই হয়তবা ব্যাবহার করেছেন। যারা করেননি তাদের জন্য এই সফটওয়্যার।
নামঃ Kissass Undelete
ডাউনলোড লিঙ্কঃ http://sourceforge.net/projects/kickassundelete/files/latest/download
সব প্রচলিত উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যাবহার করতে পারবেন।
ফ্রী এবং ওপেন-সোর্স।
কিভাবে ব্যাবহার করবেন?
হাতের বাম দিক থেকে আপনার ফ্ল্যাশ-ড্রাইভ অথবা, ডিরেক্টরি সিলেক্ট করুন। তারপর, হাতের ডান দিকের বড় করে স্ক্যান (SCAN)বাটন ক্লিক করুন।
দেখুন, কিছু ফিরে পেলেন কিনা…
ফিচারঃ
- FAT এবং NTFS দুই ধরনের ফরমেটের ফাইল রিকভার করতে সক্ষম।
- ফাইল নেম, অথবা এক্সটেনশন দিয়ে স্ক্যান করতে পারবেন।
- খুব সহজ ইন্টারফেস
আশা করি, এই সফটওয়্যার থেকে অনেকেই উপকার পাবেন।
ভাল থাকুন, সুস্থ থাকুন।

No comments:

Post a Comment

কম্পিউটার পেরফরমান্স